Recent Posts

Monday, April 17, 2017

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুকের গুরুত্বপূর্ণ সিকিউরিটি টিপস গুলো। তাই আর দেরি কেন চলুন শুরু করা যাক।
১. ফ্রেন্ড লিষ্ট অর্গানাইজ করুন :
যদি আপনার বস , আপনার ক্লায়েন্ট , আত্নীয় কিংবা বাইরের কেউ যখন আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাবে তখন আপনি কি করবেন ?বিশেষ ফ্রেন্ড লিষ্ট তৈরী করুন । যা আপনার ফেসবুকের প্রাইভেসী অনেকাংশেই নিরাপদ করবে । টপ মেন্যু থেকে Friends সিলেক্ট করুন । তারপর Create সিলেক্ট করে বিভিন্ন নামে আপনার ফ্রেন্ড লিষ্ট তৈরী করুন । যেমন workers, Family, College Friends, etc . আপনার বন্ধুরা আপনার তৈরী করা ফ্রেন্ড লিষ্ট দেখতে পাবেনা । যা শুধুমাত্র আপনিই দেখতে পাবেন । তাই আপনি আপনার ইচ্ছা মতো আপনার লিষ্ট এর নাম দিন । আপনার বাম পাশের সাইড বারে সব ফ্রেন্ড লিষ্ট ডিফল্ট হিসেবে দেখা যায়না । More ক্লিক করে সব লিষ্ট দেখুন এবং যাদেরকে আপনি আলাদা হিসেবে বিভিন্ন লিষ্ট এ রাখতে চান তাদের কে ড্রাগ করে লিষ্ট এ নিয়ে আসুন ।
২ . Profile Privacy কাষ্টমাইজ করুন :
ক্লিক Settings + Privacy Settings + Profile. তারপর আপনার প্রোফাইলের কোন অংশ কে দেখতে পারবে তা সিলেক্ট করুন । আপনি ড্রপ ডাউন বক্স হতে Customize সিলেক্ট করে আপনার ফ্রেন্ড এর নাম বসিয়েও করতে পারেন । ফ্রেন্ড লিষ্ট তৈরী করা না থাকলে এটা তাৎক্ষনিক ভাবে করা যায় । এছাড়া Contact Information ট্যাব এ গিয়ে কিভাবে আপনার তথ্য গুলো ইন্টারনেট এ শেয়ার করতে চান তা ঠিক করুন ।
৩. ফটো এ্যালবামের প্রাইভেসী সেট করুন :
আপনার প্রোফাইল পেজ এর Photos ট্যাব এ Album Privacy তে ক্লিক করুন । তারপর আপনার কোন ফটো এ্যালবাম কারা দেখতে পারবে তা ফ্রেন্ড লিষ্ট হতে সিলেক্ট করুন । আপনার প্রোফাইলের ছবি একটি স্পেশাল এ্যালবামে সংরক্ষিত হয় যা যে কেউ দেখতে পারবে ।
৪. সার্চ ভিজিবিলিটি সীমাবদ্ধ করুন :
ফেসবুকে আপনাকে কেউ সার্চ করলে আপনার ভিজিবিলটি কিরকম হবে তা সেট করতে ক্লিক করুন Privacy + Search । আপনার প্রাইভেসী নিরাপদ রাখতে এটা খুব গুরুত্বপূর্ন । সার্চ রেজাল্ট এ কি ভিজিবল হবে তাও আপনি চাইলে সেট করতে পারবেন।
৫. নিয়ন্ত্রন করুন অটোমেটিক ওয়াল পোষ্ট এবং নিউস ফিড আপডেটস :
ফেসবুকে আপনার কর্মকান্ড যেমন কমেন্টস, কিছু পছন্দ করা, গ্রুপ, ইত্যাদি আপনার সব বন্ধুদের হোম পেইজে হাইলাইটস হয় । আপনি চাইলে এটা নিয়ন্ত্রন করতে পারেন । এখানে আপনার ফ্রেন্ড লিষ্ট কাজ করবেনা , আপনি সব অপশন গুলো টার্ন অফ করবেন । টার্ন অফ করতে Privacy + News Feed and Wall তে যান ।
৬. ফেসবুক Wall Privacy সেট করুন :
আপনার প্রোফাইল এর স্ট্যাটাস বক্স এর নিচে Options + Settings এ ক্লিক করুন । আপনার কোন ফ্রেন্ড আপনার Wall এ কিছু পোষ্ট করতে পারবে এবং”কারা” কারা সেই পোষ্ট দেখতে পারবে তা আপনি এখান থেকে সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন ।
৭. ফেসবুকের অ্যাপলিকেশনে নিজের প্রাইভেসি রাখুন :
কোনা অ্যাপলিকেশন আপনার কি তথ্য শেয়ার করছে তা জানার তেমন উপায় নেই । কোন আ্যপলিকেশন আপনার সম্পর্কে জানে এবং বন্ধুদের গোপনা তথ্য জাতে যখন ক্যুইজটি সিলেক্ট করবেন তখন প্রোগ্রামের ডেভেলপার তাও জানতে পারে যা প্রাইভেসী এর জন্য ক্ষতিকর । Privacy Mirror নামে একটি ফেসবুক অ্যাপলিকেশন আছে যা দিয়ে আপনার বন্ধুরা আপনার বিভন্ন তথ্য ডিটেইলস সংগ্রহ করতে পারবে । বিস্তারিত The Burton Group’s Identity Blog এই ঝুকি থেকে বাঁচার জন্য আপনি যা করতে পারেন তা হলো সেইসব অ্যাপলিকেশন আপনি গ্রহন করতে পারেন যা বিশ্বাসযোগ্য এবং প্রাইভেসির প্রতি হুমকি নয় । টপ মেন্যু থেকে Settings > Application Settings যান । ড্রড ডাউন বক্স হতে Recently Used to Authorized এ পরিবর্তন করুন । তাছাড়া অ্যাপলিকেশন এর লিষ্ট চেক করুন Allowed to Post এবং Granted Additional Permissions যাতে আপনি ইচ্ছামত অ্যাপ্লিকেশন রিমুভ করতে পারেন ।
আর এরকম গুরুত্বপূর্ণ সিকিউরিটি ও মজার টিপস পেতে সোশ্যাল ইন্টারনেট টিপস অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
এই অ্যাপে গুগলের, ইউটিউবের, ফেসবুকের, টুইটারের, মেসেঞ্জারের ও হোয়াটসঅ্যাপের মজাদার ও অতি প্রয়োজনীয় টিপস গুলো আছে ।
আর আমার কোন ভুল হলে মাফ করবেন। কোন খারাপ কমেন্ট করবেন না দয়া করে।

আসসালামুআলাইকুম,



গত ২ দিন থেকে ফেসবুক আপডেটের কাজ চলতেছে। ফেসবুকের ফেক আইডিগুলো দমন করার লক্ষে ফেসবুক কর্তৃপক্ষ অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে।


তাই এখন মিনিটে মিনিটে ফেসবুক আইডি নষ্ট হচ্ছে। পাশাপাশি ফেসবুক পেইজের লাইকও অনেক কমে যাচ্ছে। (আমার পেইজের লাইক ১ রাতে ১৫ হাজার কমে গেছে) এর কারণ হচ্ছে যেই আইডিগুলো নষ্ট করা হচ্ছে সেগুলো পেইজ থেকে বাদ দেওয়া হচ্ছে,যার ফলে লাইক কমতেছে।


এ ছাড়াও এখন অপেরামিনি দিয়ে ফেসবুক পেইজে ঢুকলে পেইজের পোষ্টগুলো দেখা যাচ্ছেনা। ফেসবুক এপস দিয়ে দেখা যায়।


আবার অনেকের আইডি বার বার লগ আউট হচভহে এবং টেম্পোরারি লকে পরে যাচ্ছে। যা ঠিক করতে মোবাইল নাম্বার চাচ্ছে। আইডিতে যদি মোবাইল নাম্বার এড না থাকে, তাহলে ন্যাশনাল ভোটার আইডি কার্ড দিয়ে আইডি ফিরিয়ে আনতে হচ্ছে।


অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে খুবই চিন্তায় পরে আছে। এর জন্য চিন্তার কোনো কারণ নেই। এরকম ২-৩ দিন চলবে,তারপর সব আবার আগেরমতো হয়ে যাবে।


এক্ষেত্রে আপনার করনীয়ঃ


১.ফেসবুক আইডিতে অবশ্যই নাম্বার এড করে রাখুন।


২.ফেসবুক আইডিতে রিয়েল নাম এবং জন্মসাল দিন।



মনে রাখবেন যেকোনো সময় আপনার আইডিটি নষ্ট হতে পারে। যদি নষ্ট হয় তাহলে নিজে নিজে ভুলভাল তথ্য না দিয়ে কোনো রিকভার মাষ্টারকে দেখান বা আমাকে সাথে যোগাযোগ করতে পারেন।